আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় চলমান সংঘাতের পর এবার প্রবল বর্ষা ও হাড়কাঁপানো শীতের সঙ্গে মানুষদের দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। নিরাপদ আশ্রয় না থাকা, বৃষ্টিতে ভিজে যাওয়া তাবু ও সীমিত খাবারের কারণে সাধারণ মানুষ এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র গত ৪৮ ঘণ্টায় বর্ষা ও শীতের কারণে ২০ জনের বেশি মারা গেছে, যার মধ্যে কয়েকজন শিশু। বৃষ্টির পানি তাবুগুলোতে জমে যাওয়ায় মানুষের থাকার জায়গা কমেছে, এছাড়া স্বাস্থ্য ঝুঁকি ও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
ত্রাণ সংস্থাগুলো বলেছে, জরুরি ভিত্তিতে শুকনো পোশাক, কম্বল এবং খাবারের সরবরাহ করা না হলে মানবিক বিপর্যয় আরও বাড়বে। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের প্রধান জানিয়েছেন, তাঁরা সাময়িকভাবে প্লাস্টিক ও তাবু দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু এটি পর্যাপ্ত নয়।
এদিকে, যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনার জটিলতায় সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজারের বেশি, আহতের সংখ্যা এক লাখ ৭০ হাজারেরও বেশি।
মানবিক সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, অবিলম্বে সহায়তা না পৌঁছালে শিশু ও বৃদ্ধদের মধ্যে মৃত্যুর হার আরও বৃদ্ধি পাবে।
সূত্র: Al Jazeera, International News