
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা স্ট্রিপে প্রায় ৭০ হাজার টন অবিস্ফোরিত বোমা ও মাইন মাটির নিচে পড়ে আছে, এ ধরনের বিশাল বিপজ্জনক অস্ত্রসম্ভার এখন সাধারণ মানুষের নিরাপত্তার সামনে এক ভয়ংকর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters-এর তথ্য মতে, গাজার ভূখণ্ড এখন একটি “ভীতিকর, অমানচিত মাইনফিল্ড” হিসেবে দেখা দিচ্ছে।
যুদ্ধ শুরুর পর থেকে এতে প্রায় দুই লাখ টন বিস্ফোরক কেজি ভিত্তিতে নিক্ষিপ্ত হয়েছে যেসব মধ্যে প্রায় ৫ থেকে ১০ শতাংশ এখনও নিষ্ক্রিয় রয়েছে, এই বিষয়টি একটি ওয়ান-ইন-টেন বা ওয়ান-ইন-২০ হারের হিসেবে অনুমান করা হচ্ছে।
এই অবিস্ফোরিত বোমা ও মাইন ব্যবস্থাপনায় মাইন অপসারণ দলগুলো কাজ শুরু করতে পারছে না নিরাপত্তাজনিত কারণে।
উপত্যকায় পুনর্বাসনকারীদের জন্য সমস্যার মাত্রা বাড়ছে, মাটি, পানি ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের ওপর এখনই মারাত্মক হুমকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্পূর্ণ অপসারণের জন্য ২০–৩০ বছরের সময় লাগতে পারে।
এই ধরণের অবিস্ফোরিত বোমা ও মাইন শুধুই বর্তমান সংকট নয়, বরং আগামী দশকগুলোতেও গাজার মানুষের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিধ্বস্ত এলাকায় পুনর্গঠনরে আগে এই অস্ত্রসম্ভারকে নিয়ন্ত্রণে আনা একান্ত জরুরি।
সূত্র: Reuters


























