আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ডিফেন্স ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করে Department of War ঘোষণা করেছেন। তিনি প্রায় সীমাহীন ক্ষমতার দাবি করেছেন জাতীয় গার্ড মোতায়েনের ক্ষেত্রে।
প্রাক্তন মার্কিন কূটনীতিক মার্ক ফিটজপ্যাট্রিক বলেন, ফেডারেল এজেন্ট ও ন্যাশনাল গার্ড আমাদের রাস্তায়, এটি আমাদের শহরের গণতন্ত্রের প্রতি আঘাত।
ছাপা শিল্পী ও নাগরিক আন্দোলনকর্মী জুন লি বলেন, আমার শহর এই হুমকির মুখোমুখি, এটি আমার জন্য হৃদয়বিদারক। আমরা লড়াই করতে চাই এবং প্রতিরোধ করতে চাই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যদি মনে করি আমাদের দেশ বিপদে, এবং এসব শহরে তা বিপদে আছে, আমি যা চাই তা করতে পারি।
প্যালেস্টাইনীয় কমিউনিটি নেটওয়ার্কের কো-চেয়ার নাজেক সানকারি বলেন, আমরা গাজার মানুষের দৃঢ়তা থেকে অনুপ্রাণিত, তাই ট্রাম্পের হুমকিতে আমরা ভয় পাব না।
সূত্র: আল জাজিরা