আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরায়েলের বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা আরও বেশি, যা এক লাখ ৭০ হাজার ৯০০ ছাড়িয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হামলায় শনিবার (২৯ নভেম্বর) খান ইউনিসের পূর্ব দিকে বানী সুফাইলা শহরে দুটি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের নাম জুমা এবং ফাদি তামের আবু আসি। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-ফারাবি স্কুলের আশেপাশের এলাকায় সাধারণ মানুষদের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে।
শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী স্থল, নৌ ও বিমান—ত্রি-মুখী হামলা চালিয়েছে।
চিকিৎসা সূত্রে জানানো হয়েছে, খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণ ও বোমাবর্ষণে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফফাহ এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহের পূর্ব দিকেও বিমান হামলা হয়েছে।
গাজার সরকারি গণমাধ্যমের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানিয়েছেন, যুদ্ধবিরতির শুরু থেকে ইসরায়েল কমপক্ষে ৫৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
এই পরিস্থিতি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ার জন্য এক বড় ধাক্কা। তবুও স্থানীয় এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো তৎপরতা চালাচ্ছে আহত ও বেসামরিকদের সহায়তা নিশ্চিত করতে।