আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান। রবিবার সকালে রাজধানীর বসুন্ধরায় আমীরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন। পরে উভয়ে ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে আমীর জামায়াত বলেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সঙ্গে বাংলাদেশের মানুষের গভীর সম্পর্ক রয়েছে, যা চিরদিন অটুট থাকবে। তিনি জানান, দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে নারী-শিশুসহ প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। গাজার ২ হাজার ৭০০টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এবং অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়েছে।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ইসরায়েল গাজায় খাবার প্রবেশে বাধা দিচ্ছে, যার ফলে সেখানে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। তিনি আরও বলেন, সম্প্রতি ইসরায়েল গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব সম্প্রদায়কে এ আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান বাংলাদেশের জনগণের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “বাংলাদেশের জনগণ বিশেষ করে জামায়াতের সমর্থন ফিলিস্তিনি জনগণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বৈঠকে জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।