আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েল প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতিতে সম্মতি দেয়, তবে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং জিম্মি ও বন্দিবিনিময় শুরু হবে। ট্রাম্পের এ তথ্য রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। আমরা পরবর্তী ধাপে সেনা প্রত্যাহারের পরিবেশ তৈরি করব।’ হোয়াইট হাউস গত সোমবার একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনা প্রত্যাহারের সীমারেখা চিহ্নিত করা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই সীমারেখার ভিত্তিতেই ইসরায়েল প্রথম ধাপে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে।
এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসও মার্কিন শান্তি পরিকল্পনার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে। তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তর এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্ত করার প্রস্তাব দিয়েছে। তবে গোষ্ঠীটি তাদের নিরস্ত্রীকরণ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। হামাস জানিয়েছেন, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় প্রবেশ করতে ইচ্ছুক।
উল্লেখ্য, ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে এই নির্দেশ উপেক্ষা করে ইসরায়েল শনিবার গাজার ওপর তীব্র হামলা চালিয়েছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর বিষয়টিতে।
সূত্রঃ রয়টার্স, আল-জাজিরা