আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স ও সৌদি আরব আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিলেও, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিতে পিছপা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন জানিয়ে ৬৪০ কোটি ডলারের নতুন অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চালানের মধ্যে রয়েছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৩৮০ কোটি ও ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার জড়িত রয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। চলমান অভিযানে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৬৬ হাজারেরও বেশি, এবং ভূখণ্ডের ৮০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব ছয়বার উত্থাপিত হলেও, যুক্তরাষ্ট্রের ভেটোতে তা কার্যকর হয়নি। নতুন অস্ত্র সরবরাহের মাধ্যমে ইসরায়েল গাজার ওপর নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা করছে।
ফ্রান্স ও সৌদি আরব আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে, যেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: Reuters