আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় এবং হামাসকে সরিয়ে একটি আরব বাহিনীর হাতে শাসনভার তুলে দেবে।
তবে এই সিদ্ধান্ত ইসরাইলের ভেতর এবং আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। গাজার শাসকগোষ্ঠী হামাস বলেছে, ইসরাইলের ক্রমাগত আক্রমণের কারণে আর কোনো আরব সরকার তাদের সঙ্গে অংশীদার হতে চায় না।
যুক্তরাজ্যের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ইসরাইল এই পরিকল্পনা পুনর্বিবেচনা করবে, কারণ গাজায় ইতোমধ্যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে যা আরও তীব্র হতে পারে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এবং দ্বি-রাষ্ট্র সমাধানকেই শান্তির একমাত্র পথ হিসেবে উল্লেখ করেছেন।
আল জাজিরার বিশ্লেষক মারওয়ান বিশরা এই পরিকল্পনাকে ‘বোকামীপূর্ণ’ ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।
ইসরাইলের সেনা প্রধান ইয়াল জামির এই পরিকল্পনার বিরুদ্ধে আছেন, কারণ এতে ইসরাইলি জিম্মিদের জীবন বিপন্ন হতে পারে। ধারণা করা হচ্ছে, এখনও প্রায় ২০ জন জিম্মি জীবিত রয়েছে।
ইসরাইলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ এই সিদ্ধান্তকে ‘বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেন, এটি আরো বড় বিপর্যয় ডেকে আনবে।
গাজা দখলের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় এক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা