আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে গাজা নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গাজা দখলের পরিকল্পনা থাকলেও দীর্ঘমেয়াদে সেটি নিজেদের হাতে রাখতে চান না। বরং গাজাকে এমন এক আরব শক্তির হাতে তুলে দিতে চান, যারা ইসরায়েলের জন্য হুমকি নয় এবং সেখানে শান্তিপূর্ণ শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম।
গত ৭ আগস্ট মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমরা গাজা থেকে হামাসকে উৎখাত করতে চাই, তবে গাজাকে নিজেদের হাতে রাখতে চাই না। আমরা চাই এমন একটি নিরাপত্তা বেষ্টনী গড়ে উঠুক, যারা সুষ্ঠুভাবে শাসন করবে এবং আমাদের জন্য হুমকি সৃষ্টি করবে না।
তবে তিনি স্পষ্ট করেননি, গাজার প্রশাসন কার হাতে দেওয়া হবে।
নেতানিয়াহুর এই বক্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। গাজায় অবস্থানরত সশস্ত্র গোষ্ঠী হামাস এর নিন্দা জানিয়ে বলেছে, নেতানিয়াহুর আসল উদ্দেশ্য গাজার গণহত্যা চালানো। তারা অভিযোগ করেছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির চূড়ান্ত পর্যায়ে এসে নিজের স্বার্থে নিরীহ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ইয়াল জামিরও সতর্ক করেছেন, গাজা পুরোপুরি দখল করলে সেখানে ইসরায়েলি সেনারা দীর্ঘমেয়াদে আটকে পড়বে এবং জিম্মিদের জীবনও ঝুঁকির মুখে পড়বে। পাশাপাশি ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর পরিকল্পনাকে “আরও যুদ্ধ, মৃত্যু ও অর্থের অপচয়” বলে সমালোচনা করেছেন।
একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জুলাই মাসে গাজায় ১২ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগেছে, যার মধ্যে প্রায় ২,৫০০ শিশু গুরুতর অবস্থায় রয়েছে। অনাহারে মারা গেছে ২৯ শিশুও। খাদ্য ও চিকিৎসা সরবরাহে ইসরায়েলের বাধা সংকটকে আরও বাড়িয়ে তুলেছে বলে WHO জানিয়েছে।
গাজার এই সংকট মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যও বড় এক হুমকি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: Al Jazeera, Fox News, WHO