
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশের নিরাপত্তা মন্ত্রিসভা ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে। এই পরিকল্পনা অনুযায়ী ইসরাইলি সেনাবাহিনী গাজা শহর দখলের প্রস্তুতি নেবে এবং লড়াইরত এলাকার বাইরের বেসামরিক জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা নিশ্চিত করবে।
সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর হামাসকে পরাজিত করার প্রস্তাব অনুমোদন করেছে। একটি সিনিয়র ইসরাইলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।
আল-জাজিরার রিপোর্টে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন। গত কয়েকদিন ধরে গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত শোনা যাচ্ছিল।
নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরাইল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়, তবে সেখানে সরকার গঠন করতে চায় না। তারা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে গাজার নিয়ন্ত্রণ কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে ইচ্ছুক।
এই পরিকল্পনার মাধ্যমে ইসরাইল হামাস নির্মূলের জন্য গাজা শহরে স্থল অভিযান পরিচালনা করবে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে।
সূত্র: আল-জাজিরা, এক্সিওস, ফক্স নিউজ




























