আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত মানববন্ধন ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘মায়ের ডাক’, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন।
মির্জা ফখরুল বলেন, গুমের শিকার হওয়া ব্যক্তিদের সন্তানরা বড় হয়ে গেছে, কিন্তু তাদের আমরা ফিরে পাইনি। আশা করেছিলাম অভ্যুত্থানের পর তাদের খোঁজ পাওয়া যাবে, কিন্তু এখনও কিছু হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি নির্যাতিত মানুষের পাশে রয়েছে বিএনপি। গুম-খুনের বিচার দ্রুত করার জন্যও বিএনপি নির্বাচন চায়।
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বলে উল্লেখ করে তিনি বলেন, গুম হওয়া পরিবারের কান্না বন্ধ করতে পারেনি তারা, গুম কমিশনকেও প্রকাশ্যে আনতে পারেনি।
মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন, গুম হওয়াদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পরিবারের পাশে থাকবে।