আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালটিতে পৌঁছায়।
এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় হাদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জুলাই ঐক্যের সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদীর ওপর গুলি চালায়।
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদীর মাথায় লাগা গুলিটি অস্ত্রোপচারের আগেই বের হয়ে যায়। তিনি জানান, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা পেয়ে রোগীকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেকের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, অবস্থার অবনতি হওয়ায় হাদীকে সিপিআর দেওয়া হয়। পরে তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়। মাথা ও কান-সংলগ্ন স্থানে গুলি লাগায় তাকে নিউরোসার্জারি বিভাগে নেওয়া হয় এবং সেখানে দীর্ঘসময় ধরে অস্ত্রোপচার চলে।
হাদীর সহযোগীরা বলেন, মোটরসাইকেলযোগে আসা হামলাকারীরা হঠাৎ করেই গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
বর্তমানে চিকিৎসকরা তার অবস্থার ওপর নিবিড় নজরদারি রাখছেন। হাদীর শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে সব ধরনের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।