
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য দিয়েছেন চিকিৎসকরা। তারা জানান, গুলি মাথার ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম কানের দিক দিয়ে বের হয়ে গেলেও দুই-একটি ছোট ধাতব অংশ এখনো হাদীর মস্তিষ্কের টিস্যুর ভেতরে রয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ হাদীর ওপর জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করে। অপারেশনে একটি ধাতব অংশ বের করা সম্ভব হলেও, আরও কিছু ছোট অংশ গভীরে থাকায় তা অপসারণ করা যায়নি। এসব অংশের কারণে মস্তিষ্কে চাপ বৃদ্ধি ও রক্তক্ষরণ দেখা দেয়, যা নিয়ন্ত্রণে আনতে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইনকিলাব মঞ্চের সদস্য সাফিউর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় কাছ থেকে গুলি করার বিষয়টি তিনি প্রত্যক্ষ করেছেন। তার দাবি, হামলাকারীরা আগের দিন ক্যাম্পেইনে অংশ নিলেও সবসময় মুখে মাস্ক পরত এবং ছবি তুলতে অস্বীকৃতি জানাত।
তিনি আরও জানান, সেগুনবাগিচায় ক্যাম্পেইন শেষে তিনটি রিকশায় হাইকোর্টের দিকে রওনা হওয়ার সময় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে খুব কাছে থেকে গুলি ছোড়ে। নামাজ আদায় শেষে রিকশায় ওঠার মুহূর্তেই হামলাটি ঘটে।
ওসমান হাদীর বাম কানের পাশে গুলি লাগে এবং তাকে দ্রুত ঢামেকে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা স্থিতিশীল করা গেলেও পরিস্থিতি এখনও ঝুঁকিমুক্ত নয়।
এ ঘটনায় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কঠোর তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।




























