আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ঝুমা রাণী দাস (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সুজানগর ইউনিয়নের সালদীঘা গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল। “প্রিয় স্বামী, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই দায়ী। আমার স্বামী খুবই ভালো মানুষ। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। আমার কলিজার টুকরা রাধিকাকে রেখে গেলাম তোমার কাছে। আমার বিশ্বাস তুমি রাধিকার মা-বাবা দুটোই হতে পারবে। আমার মেয়েটাকে দেখে রেখো। -ইতি ঝুমা।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুমা রাণী দাস স্বামী রূপক চন্দ্র দাস ও পাঁচ বছরের কন্যা রাধিকাকে নিয়ে বসবাস করতেন। রূপক ফ্রান্স প্রবাসী; তিন মাস আগে ছুটিতে দেশে এসেছেন। ঘটনার দিন সকালে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি যান। অসুস্থ থাকায় ঝুমা একাই বাড়িতে ছিলেন। বিকেলে তার জ্যা ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান এবং চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।