
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দুই বছরের ভয়াবহ আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নারী ও শিশু মিলিয়ে প্রায় ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি হামলায়। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, দখলদার বাহিনীর আক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি।
এমন পরিস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এক ফাঁস হওয়া নথি ঘিরে যেখানে উঠে এসেছে, গুগল ও অ্যামাজনের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে আন্তর্জাতিক আদালতের জবাবদিহিতা এড়িয়ে চলতে।
‘প্রজেক্ট নিম্বাস’ নামের ওই চুক্তিটি হয় ২০২১ সালে, যার আওতায় ইসরায়েলকে ১২০ কোটি মার্কিন ডলারের ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা দেওয়া হয়। সম্প্রতি ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় থেকে ফাঁস হওয়া নথিতে এসব তথ্য প্রকাশ পায়। যৌথ অনুসন্ধানে এই তথ্য নিশ্চিত করেছে প্লাস৯৭২ ম্যাগাজিন, লোকাল কল ও দ্য গার্ডিয়ান।
নথি অনুযায়ী, বিদেশি কোনো আদালত ইসরায়েলের বিরুদ্ধে তথ্য চাইলে গুগল ও অ্যামাজন আগে থেকেই ইসরায়েলকে সতর্কবার্তা দিত। এই সতর্কবার্তা পাঠানো হতো ইসরায়েলি শেকেলে কোড ব্যবহার করে, যেমন যুক্তরাষ্ট্রের জন্য ১,০০০ শেকেল, ইতালির জন্য ৩,৯০০ শেকেল ইত্যাদি।
চুক্তিতে আরও বলা হয়, ইসরায়েল গুগল ও অ্যামাজনের যেকোনো সেবা ব্যবহার করতে পারবে, যদিও তা মানবাধিকার বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। কোনো অবস্থাতেই তাদের অ্যাক্সেস বন্ধ করা যাবে না।
এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, “এই প্রযুক্তি আমাদের লক্ষ্যভেদ কার্যক্রমে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।”
আইন বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ মার্কিন গোপনীয়তা আইন লঙ্ঘনের শামিল, এবং এর ফলে গুগল ও অ্যামাজন বড় মামলার ঝুঁকিতে পড়তে পারে।
প্রসঙ্গত, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) শুনানি চলছে। এখন নতুন এই ফাঁস হওয়া তথ্যগুলো দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে যুদ্ধাপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: The Guardian






























