আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার (ডিবি উত্তর) এক ব্রিফিংয়ে বলেন, “সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের এই অংশ বিশেষ গোপনে বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”
তিনি আরও জানান, আটক সাতজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাদের আদালতে হাজির করা হবে এবং রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
উল্লেখ্য, সম্প্রতি সরকার আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে দলের বিভিন্ন নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আসছে।