আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের একটি সমুদ্র সৈকতে এক ইসরাইলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক সিরীয় নাগরিকের বিরুদ্ধে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ এ তথ্য জানিয়েছে।
দখলদার ইসরাইলের নাগরিক স্টাভ বেন–সুসান জানান, ঘটনার দিন তিনি ও তার স্ত্রী অ্যাথেন্সের বিখ্যাত বলিভার সৈকতে ঘুরতে গিয়েছিলেন। সেসময় আরেক ইসরাইলি দম্পতির সঙ্গে কথা বলছিলেন তারা। তখনই এক ব্যক্তি হঠাৎ তাদের ভিডিও করতে শুরু করেন এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরাইল নিপাত যাক, আমি হামাস’—এমন স্লোগান দিতে থাকেন।
ইসরাইলি পর্যটকের দাবি, একপর্যায়ে ওই সিরীয় তাদের ওপর বালু ছুড়ে মারেন। তখন তিনি তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি শান্ত করে সিরীয় যুবকটিকে সৈকত থেকে সরিয়ে দেন।
কিন্তু ঘণ্টাখানেক পর ওই সিরীয় যুবক আবার ফিরে আসে। তখন বেন–সুসান ও তার স্ত্রী একটি বাথরুম থেকে বের হচ্ছিলেন। বেন–সুসানের ভাষ্য, ‘‘আমি দেখলাম সে আমার স্ত্রীর দিকে হামলা করতে যাচ্ছে। তাকে বাধা দিতে গিয়েই সে আমার কানের একটা অংশ ছিঁড়ে ফেলে।’’
ঘটনার পর আহত ইসরাইলিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রিস পুলিশ ইসরাইলি পর্যটককে জিজ্ঞাসাবাদ করলেও পরে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: টাইমস অব ইসরাইল