
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গ্ৰীসে নিয়ন্ত্রণহীন দাবানলের ভয়াবহ আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দেশটির গ্ৰীক বন্দর শহর আলেকজান্দ্রোপলিসের দাবানলের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে। এবং দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় গ্রিকের এই বন্দরশহরের একটি হাসপাতাল থেকে কয়েক ডজন রোগীকে একটি ফেরিতে করে দ্রত সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ বার্তাসংস্থা এপি তাদের একটি সংবাদ প্রতিবেদনে এমন খবর জানিয়েছে।
এদিকে দেশটির ফায়ার ব্রিগেড বলছেন, এই এলাকায় দাবানল অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ায় তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবং দাবানলে আগুনে পুড়ে একজনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।





























