আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে গাভদোস উপকূলের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে বিপুলসংখ্যক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া মোট ৫৩৯ জন অভিবাসনের মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রিসের কোস্টগার্ড জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি টহল নৌকা লিবিয়া সাগরের কাছে গাভদোস দ্বীপসংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি নৌকার সন্ধান পায়। পরে অভিযান চালিয়ে নৌকাটিতে থাকা অভিবাসীদের নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের বর্তমানে হেলেনিক কোস্টগার্ডের তত্ত্বাবধানে নিবন্ধন ও পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিবাসীদের বেশিরভাগই পুরুষ হলেও তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
স্থানীয় কোস্টগার্ড কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, মিসর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, মানবপাচারকারী চক্রের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত ৩৬ ঘণ্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা করে গ্রিসের উপকূলে পৌঁছান।
রেথিম্নো অঞ্চলের স্থানীয় প্রশাসন জানিয়েছে, এত বিপুলসংখ্যক অভিবাসী সামাল দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো তাদের নেই। তাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আজ সোমবার ৩০০ জন অভিবাসীকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি অভিবাসীদের আগামী সপ্তাহে স্থানান্তর করা হবে।
এদিকে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছে পৌঁছায়নি।
এর আগে, গত সপ্তাহেও একই উপকূলে বিপদে পড়া একাধিক নৌকা থেকে আরও কয়েকজন অভিবাসীকে উদ্ধার করেছিল ফ্রন্টেক্স।