আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তুরস্কের ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোলু। তাকে আদালতের নির্দেশে মারমারা জেলে নেওয়া হয়েছে। ইমামোলুর গ্রেপ্তারের পর থেকেই ইস্তাম্বুলের রাস্তায় নেমে পড়েছেন হাজারো বিক্ষুব্ধ মানুষ। টানা পাঁচদিন ধরে রাজপথে চলছে বিক্ষোভ।
রোববার বিক্ষোভে যোগ দেন ইমামোলুর স্ত্রী দিলেক কায়া ইমামোলু। তিনি জনসমাবেশে বলেন, ‘‘এরদোয়ানের সময় শেষ। এবার তিনি হারবেন।’’ তার দাবি, একরেম ইমামোলুকে অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে এবং এর দায় সরকারের বহন করতে হবে।
একইসঙ্গে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইমামোলুর গ্রেপ্তার গণতন্ত্রের ওপর আঘাত। ফ্রান্সের মতে, বিরোধী রাজনীতি সম্মানিত না হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে।
বিরোধী দল সিএইচপি জানিয়েছে, ইমামোলুর সমর্থনে দেশজুড়ে এক প্রতীকী ভোটের আয়োজন করা হয়েছিল। তাতে প্রায় দেড় কোটি মানুষ অংশ নেন, যেখানে ১ কোটি ৩০ লাখ ভোট পড়েছে ইমামোলুর পক্ষে। জেল থেকে এক্স হ্যান্ডেলে ইমামোলু লিখেছেন, ‘‘দেশের মানুষ এরদোয়ানকে সাফ বার্তা দিয়েছে— অনেক হয়েছে, আর না।’’
২০১৯ সালে প্রথমবার ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন ইমামোলু। গত বছরও তিনি পুনর্নির্বাচিত হন। তবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের নামে তাকে গ্রেপ্তার করে শাসকদল বিরোধী কণ্ঠরোধের চেষ্টা করছে বলে অভিযোগ সিএইচপি নেতাদের।