আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতার পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় নেতানিয়াহুর ওপর নজর রাখছে। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। যদিও অনেক দেশ সরাসরি পদক্ষেপ নেয়নি, তথাপি নেতানিয়াহু সতর্ক থাকায় বিমানপথ পরিবর্তন করে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পৌঁছান।
নেটওয়ার্ক বিশ্লেষণ থেকে জানা যায়, তার বিমান ফ্রান্স ও স্পেনের আকাশসীমা এড়িয়ে গ্রিস ও ইতালির আকাশপথ ব্যবহার করেছে। ফলে উড়োজাহাজের পথ দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ হলেও এটি তাকে নিউইয়র্কে পৌঁছে দিয়েছে।
ফ্রান্স, ফিলিস্তিন ইস্যুর দ্বিরাষ্ট্র সমাধানের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখছে। জাতিসংঘের অধিবেশনের সময় ফ্রান্স বিভিন্ন রাষ্ট্রকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে উদ্বুদ্ধ করেছে। তবে ICC সদস্য হওয়ায় ফ্রান্স আইন অনুযায়ী নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য।
জেরুজালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনে সাম্প্রতিক হামলা ও রাজনৈতিক উত্তেজনা নেতানিয়াহুকে সরাসরি সংক্ষিপ্ত পথ গ্রহণে বাধ্য করেছে। অনেক ICC সদস্য দেশ আইনগত ঝুঁকির কারণে তাদের আকাশসীমা ব্যবহার করতে অনুমতি দিচ্ছে না, যা তার দীর্ঘ পথের পেছনে মূল কারণ।
এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনীতিকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। নেতানিয়াহুর সতর্ক পদক্ষেপ ও এড়ানো পথ ইঙ্গিত দিচ্ছে, কিভাবে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতারা আন্তর্জাতিক আইনের প্রভাব মোকাবিলা করছেন।
সূত্র: Al Jazeera