আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ মিছিলের পরপরই পুলিশ অভিযান চালিয়ে সংগঠনটির ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ যুবলীগ ও শ্রমিক লীগের কর্মীরাও রয়েছেন।
ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ জানান, শুক্রবার জুমার নামাজের পর হালিশহর ও ডবলমুরিং থানার সীমান্ত এলাকায় ছাত্রলীগ হঠাৎ মিছিল করে। মিছিলটি মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে যায়। তবে ঘটনার পর রাতভর এবং শনিবার পুলিশের বিশেষ টিম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মোট ১১ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইমরানুল হক রোমান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান রিয়াজ, আবু তৈয়ব রাসেল, শওকত আলী রনি, আব্দুল্লাহ হোসেন রাব্বি, সাজ্জাদ, সাব্বির হোসেন শাওন, হাছান মুরাদ চৌধুরী রিমন, সাইদুল ইসলাম এবং হাজী নুরুল হুদা।
ওসি আরও জানান, এ ঘটনায় শ্রমিক লীগের সঙ্গেও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।