আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী শফিউল আলমের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের সিমেন্ট ক্রসিং ও ৩৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ‘ইয়ুথ ইউনিটি রান উইথ শফিউল আলম’ মিছিলে হাজারো তরুণ অংশগ্রহণ করেন। নীল টি-শার্টে মোড়া এই তরুণদের ঢল পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, যা এক কিলোমিটারের বেশি এলাকায় দৃশ্যমান ছিল।
দূর থেকে দেখলে মনে হচ্ছিল, যেন নীল সমুদ্র শহরের রাস্তায় বইছে। একেকজনের বুকের ওপর লেখা স্লোগান, প্রতীকের সামনে হাঁটার ছন্দ, সব মিলিয়ে মিছিলটি শুধু রাজনৈতিক অনুষ্ঠান নয়, বরং যুবসমাজের শক্তি ও সংগঠিত উপস্থিতির দৃশ্য হয়ে উঠেছে।
মিছিলে উপস্থিত ছিলেন শফিউল আলম নিজেও। তরুণদের সঙ্গে হাঁটলেন, হাত নেড়ে অভিবাদন জানালেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “যুবসমাজের ইতিবাচক শক্তিই আমাদের উন্নয়নের বড় ভিত্তি। যদি আমরা সবাই একসাথে কাজ করি, এই এলাকার চেহারা বদলে যাবে।”
মিছিলটি রাজনৈতিক হলেও ছিল উৎসবমুখর। কেউ লাইভ দিচ্ছিল, কেউ সেলফি তুলছিল, কেউ হালকা নাচছিল, আবার অনেকে শুধু মিছিলের দৃশ্য উপভোগ করছিল। স্থানীয়রা জানিয়েছেন, এত বড় ও সংগঠিত যুব জমায়েত তারা অনেক দিন দেখেননি। অনেকেই ফিসফিস করে বলছিলেন, “এটা কি ভোটের মাঠের প্রস্তুতি?” কেউ বলছিলেন, “তরুণরা আজ বড় শক্তি, তারা যেদিকে যাবে, বাতাসও হয়তো সেদিকে বইবে।”
সিমেন্ট ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার, নিচ দিয়ে উড়ছে ধুলা, আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নীল সমুদ্রের মতো তরুণদের মিছিল দৃশ্যটি ছিল সিনেমার মতো। মিছিল শেষ হওয়ার পরও অনেক তরুণ রয়ে যান শহরের বিভিন্ন স্থানে, রাজনীতি ও উন্নয়ন নিয়ে কথা বলছিলেন, আবার কেউ শুধু দিনের উত্তেজনা উপভোগ করছিল।
এই মিছিল চট্টগ্রামে যুব শক্তির দৃশ্যমান প্রকাশ হিসেবে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ দর্শকদের দৃষ্টি কেড়েছে।