
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় রাতের অন্ধকারে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি বিদ্যুতের ট্রান্সফরমার। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি বহুতল ভবনে। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে ভবনটি, চারপাশে ছড়িয়ে পড়ে চিৎকার ও আতঙ্ক।
বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে বাকলিয়ার অ্যাকসেস সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শোনার পরপরই দেখা যায় আগুন দ্রুত পাশের ভবনের দেওয়াল বেয়ে ওপরে উঠছে। এতে ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের সহযোগিতায় ভবনের বাসিন্দাদের দ্রুত বাইরে সরিয়ে নেওয়া হয়, ফলে বড় কোনো প্রাণহানি ঘটেনি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুৎ ট্রান্সফরমারের ত্রুটিজনিত শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটের বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবপত্র ও ঘরের দরজা-জানালা পুড়ে গেছে।
এ ঘটনায় এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আগুনে আনুমানিক এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





























