আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরজুড়ে চলছে দৃষ্টিনন্দন সাজসজ্জা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)কে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে তোরণ, ব্যানার এবং সবুজ মিনারের আদলে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এতে পুরো শহর এখন উৎসবমুখর পরিবেশে সাজসজ্জিত।
প্রতি বছর ১২ রবিউল আউয়ালে এখানে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জশনে জুলুস, যা এখন দেশের অন্যতম বড় ইসলামিক জমায়েতে পরিণত হয়েছে। শহরের মুরাদপুর, আন্দরকিল্লা, নিউমার্কেট, বহদ্দারহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকা এ আয়োজনে বিশেষভাবে সাজানো হয়ে থাকে।
ঐতিহাসিকভাবে এ জুলুস প্রথম শুরু হয় ১৯৭০-এর দশকে চট্টগ্রাম থেকে, যা পরে ধীরে ধীরে সারাদেশে বিস্তার লাভ করে। বর্তমানে ঢাকাসহ চাঁদপুর, সিলেট, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ ও পার্বত্যাঞ্চলেও একইভাবে আয়োজিত হয়।
এবারের আয়োজনের অন্যতম বিশেষ দিক হলো শতবর্ষপূর্তি ও সুবর্ণজয়ন্তীর মিলিত উদযাপন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।