
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবারসহ চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
ঘটনার সময় তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ধরে। আত্মরক্ষায় তিনি পাশের দোকানে আশ্রয় নিলেও হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায় এবং গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে বিকেলে তুহিন ফেসবুক লাইভে এসে চান্দনা চৌরাস্তার ফুটপাত ও দোকানপাটে চলমান চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন। সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্টও করেন।
পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা ও কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় গাজীপুরের সাংবাদিক মহলে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি উঠেছে।




























