
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, চাপের কারণে নির্বাচন কমিশন তাদের দলকে শাপলা প্রতীক প্রদানে সাহস পাচ্ছে না। তিনি এটিকে কমিশনের ব্যর্থতা বলে উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সারজিস আলম বলেন, আইনগত কোনো বাধা নেই। তবুও কমিশন চাপের কারণে শাপলা প্রতীক দিতে পারছে না। এই ব্যর্থতা সরকারের দায়িত্বশীলতার প্রশ্ন তোলে।
সারজিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে। তিনি দাবি করেন, এই ধরনের দলগুলোকে নিষিদ্ধ করা এবং বিচার করা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ ও এনসিপি একসঙ্গে কাজ করছে, এবং জনগণ চায় এই দুটি দল একত্রে কার্যক্রম চালাক। ইতোমধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং জেলা প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
এর আগে সারজিস আলম মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।




























