
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৬ কর্মকর্তার মধ্যে ১৫ জন স্বেচ্ছায় সেনা হেফাজতে এসেছেন, একজন এখনো আসেননি। হাকিমুজ্জামান বলেন, “সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের রায় যাই হোক, আমরা সেটি মেনে নেব।”
তিনি আরও জানান, অবৈধভাবে ছুটিতে থাকা মেজর জেনারেল কবীর আহাম্মদের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন। সেনাবাহিনী ‘গুম’ হওয়া ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল এবং সব অপরাধের বিচার চায় বলেও মন্তব্য করেন তিনি।
অ্যাডজুট্যান্ট জেনারেল বলেন, “যাদের নাম চার্জশিটে এসেছে, তারা সেনাবাহিনীতে থাকা অবস্থায় নয়, বরং অন্য বাহিনীতে কর্মরত থাকার সময় অভিযুক্ত হন।”
তিনি জানান, তিনটি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন, এর মধ্যে ৯ জন অবসরে, ১ জন এলপিআর-এ এবং ১৫ জন কর্মরত আছেন। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসানসহ আরও কয়েকজন।
আগামী ২২ অক্টোবর হেফাজতে থাকা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।





























