আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্কঃ নির্বাচনের জন্য সাধারণ জনসাধারণের কাছে টাকা চেয়ে মাত্র চার ঘণ্টায় পাঁচ লাখ ২৬ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, “চার ঘণ্টা আগে আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম। বলেছিলাম, যদি আমরা কালো টাকার ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার রাজনীতি গড়তে চাই, তাহলে সেই শক্তির উৎস হতে হবে সাধারণ মানুষ। আপনারাই সেই শক্তি।”
তিনি জানান, মাত্র চার ঘণ্টার মধ্যেই সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী মোট পাঁচ লাখ ২৬ হাজার টাকা পাঠিয়েছেন।
টাকার অঙ্কের চেয়েও অনুদানের ধরন তাকে বেশি নাড়া দিয়েছে উল্লেখ করে তাসনিম জারা লেখেন, অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে—৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার মতো। অনেকেই সঙ্গে আবেগঘন ছোট বার্তা পাঠিয়েছেন। একজন লিখেছেন, “আমি স্টুডেন্ট, সামর্থ্য অনুযায়ী দিলাম।”
তিনি আরও জানান, তাদের নির্ধারিত ফান্ডরেইজিং লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। লক্ষ্য পূরণ হলে অনুদান সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হবে।
স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে এনসিপির এই নেত্রী বলেন, অর্থ সংগ্রহ ও ব্যয়ের প্রতিটি ধাপ জনগণের সামনে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশটও তিনি পোস্টে শেয়ার করেছেন। তার দাবি, দুটি অ্যাকাউন্টই শূন্য ব্যালান্স থেকে শুরু হয়েছে এবং সম্পূর্ণ হিসাব জনগণকে জানানো হবে।
রাজনীতিতে জনগণের সরাসরি অংশগ্রহণ ও স্বচ্ছ অর্থায়নের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।