আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ও উদ্যোক্তা ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে নতুন একটি ভিসা প্রোগ্রাম চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই ভিসা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও ব্যবসা করার সুবিধা দেবে এবং গ্রিন কার্ডের সমতুল্য মর্যাদা প্রদান করবে।
ভিসা প্রাপ্তির জন্য আগ্রহীরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে নির্ধারিত হয়েছে ১৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২২ হাজার টাকা)। আবেদন যাচাইয়ের পর ভিসা নিশ্চিত করতে আরও ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৫ লাখ টাকা) প্রদানের নিয়ম রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রোগ্রাম মূলত ধনী ও দক্ষ অভিবাসীদের জন্য সরাসরি নাগরিকত্ব লাভের সহজ পথ হিসেবে কাজ করবে। ট্রাম্প প্রশাসন আশা করছে, এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রবাহিত হবে।
ওয়েবসাইটের প্রাক-নিবন্ধন পর্যায়ে ইতিমধ্যেই হাজার হাজার আবেদন জমা পড়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সংখ্যাটা আরও বাড়তে পারে।
ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে অভিবাসন নীতি ও অর্থনৈতিক বিনিয়োগকে সমন্বয় করার লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি যুক্তরাষ্ট্রের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশকে আরও সক্রিয় করবে।