আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীন বিরল খনিজ রপ্তানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে, এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই পদক্ষেপের মাধ্যমে চীন পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছে।
শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প বলেন, বেইজিং একাধিক দেশকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে তারা বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে সীমাবদ্ধতা আনবে। ট্রাম্প একে “শত্রুতাপূর্ণ কৌশল” বলে আখ্যা দিয়ে জানান, এই সিদ্ধান্ত বিশ্বের ওপর চাপ সৃষ্টি করার একটি পরিকল্পিত পদক্ষেপ।
তিনি আরও জানান, এ ঘটনার পর তিনি এপেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প বলেন, “আমাদেরও শক্তিশালী অবস্থান রয়েছে। আমি তা এতদিন ব্যবহার করিনি, এবার করব।”
বিশ্বের প্রায় ৭০ শতাংশ বিরল খনিজ চীন সরবরাহ করে, যা ইলেকট্রনিকস, বৈদ্যুতিক যানবাহন ও প্রতিরক্ষা শিল্পের জন্য অপরিহার্য উপাদান। যুক্তরাষ্ট্র বিকল্প উৎস তৈরির চেষ্টা করছে, তবে তা এখনো সীমিত পর্যায়ে রয়েছে।
ট্রাম্পের বক্তব্য প্রকাশের পরই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যায় এবং তেল ও শেয়ারবাজারে মন্দা দেখা দেয়। বিশ্লেষকরা মনে করছেন, এ পরিস্থিতি আবারও যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যযুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।
সূত্র: শাফাক নিউজ