আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ বেরিয়ে এল বিপুল পরিমাণে প্রাচীন মুদ্রা। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে খবর, আর স্থানীয়দের ভিড়ে পুরো বাজার এলাকা পরিণত হয় কৌতূহল আর চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি পুরনো স্থাপনার পাশে মাটি খোঁড়ার সময় প্রথমে হাতে আসে কয়েকটি মুদ্রা। কিন্তু পরক্ষণেই গভীর অংশ থেকে বেরিয়ে আসে আরও অনেকগুলো, যা দেখে সবাই হতবাক হয়ে যায়।
স্থানীয়রা বলছেন, মুদ্রাগুলো দেখতে তামা ও রুপার তৈরি মনে হলেও আসলে এগুলো কোন যুগের এবং কত পুরনো তা স্পষ্ট নয়। কারও ধারণা এগুলো জমিদার আমলের গুপ্তধন, আবার কেউ বলছেন হয়তো ব্রিটিশ আমলের মুদ্রা। হঠাৎ পাওয়া এই গুপ্তধন ঘিরে এলাকায় চলছে নানা গুঞ্জন আর গল্প।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারকৃত মুদ্রাগুলো সংগ্রহ করে। কর্মকর্তাদের মতে, এসব প্রাচীন মুদ্রা গবেষণা ও সংরক্ষণের জন্য যথাযথভাবে হস্তান্তর করা হবে, যাতে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন তথ্য উন্মোচিত হতে পারে।
স্থানীয়দের মতে, এ ধরনের আকস্মিক আবিষ্কার কেবল কৌতূহলই জাগায় না, বরং অতীত ইতিহাসকে জানার নতুন পথও খুলে দেয়। চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় মুদ্রা উদ্ধারের ঘটনাটি সেই ইতিহাসেরই এক অনন্য অধ্যায় হয়ে রইল।