আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শহিদুল ইসলাম, তার লাশ আট দিন পর বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেলে জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবির পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন মহেশপুর–৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদ হোসেন এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত ওসি রিপন কুমার দাস। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মকবুল হাসানসহ বিজিবি, পুলিশ ও নিহতের পরিবার।
এর আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত পতাকা বৈঠকে শহিদুল ইসলামের হত্যাকাণ্ডের বিষয়ে বিজিবি বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানায় এবং দ্রুত লাশ ফেরতের দাবি তোলে।
গত ২৯ নভেম্বর বিকেলে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে মাঠে ঘাস কাটতে গেলে শহিদুল ইসলামকে বিএসএফ টেনে নিয়ে গুলি করে হত্যা করে বলে অভিযোগ পরিবারের। নিহত শহিদুল ইসলাম (৩৭) পেশায় ছিলেন কৃষক।