
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বরাদ্দ হওয়া অর্থের বড় অংশই নষ্ট হয়েছে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে, এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে এক গবেষণায়। এতে দেখা গেছে, গত ১৪ বছরে জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে ২ হাজার কোটি টাকারও বেশি অর্থ অনিয়ম ও দুর্নীতির ফাঁদে হারিয়ে গেছে বলে ধারণা করা হয়।
গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৯ শতাধিক প্রকল্পে বরাদ্দ অর্থের বড় অংশ অপচয় হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ, স্বজনপ্রীতি ও কর্মকর্তাদের অবহেলা এসব প্রকল্পের সুশাসন ব্যাহত করেছে। এতে বহু প্রকল্প দীর্ঘসূত্রতা ও অদক্ষতার কারণে নির্ধারিত সময়ের বহুগুণ সময় নিয়েছে, কোথাও চার বছর মেয়াদি প্রকল্প শেষ হতে লেগেছে এক দশকেরও বেশি।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। প্রতিবছর বিপুল অর্থের প্রয়োজন হলেও আন্তর্জাতিক ও জাতীয় মিলিয়ে বরাদ্দ পাওয়া যাচ্ছে প্রয়োজনের অতি সামান্য। বরাদ্দ অর্থেরও বড় অংশ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, যা দেশের পরিবেশ, কৃষি, উপকূল ও দুর্যোগ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য বড় হুমকি।
তারা সতর্ক করে বলেন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত না হলে ভবিষ্যতে জলবায়ু সংকট মোকাবিলা আরও কঠিন হয়ে পড়বে। প্রকৃত উপকারভোগী জনগণ এর সুফল না পেলে উন্নয়ন পরিকল্পনাও ব্যাহত হবে।





























