আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘে পাঠানো চিঠি কোনো কার্যকর প্রভাব ফেলবে না। তিনি বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসার আহ্বান আ.লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এই চিঠিকে কোনো গুরুত্ব দিচ্ছে না।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘে পাঠানো চিঠি দিয়ে কোনো কাজ হবে না। চিঠিতে বলা হয়েছে, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপির মাধ্যমে নির্বাচনি সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং নির্বাচনে মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চিঠিতে উল্লেখিত উদ্বেগের মধ্যে রয়েছে ইউএনডিপির নির্বাচনি সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের প্রাতিষ্ঠানিক সহায়তা। আ.লীগের বক্তব্য অনুযায়ী, এই ধরনের সহযোগিতা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।
চিঠিটি আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দলের পক্ষ থেকে পাঠিয়েছেন।