আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ ও মানের দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বর্তমানে বিশ্বজুড়ে শান্তি মিশনে প্রায় ১ হাজার ৮০০ নারী সেনাসদস্যসহ বিপুল সংখ্যক বাংলাদেশি শান্তিরক্ষী কাজ করছেন।
বুধবার (৩০ জুলাই) সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ ‘টাইগার লাইটনিং’ মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রশংসা করেন ট্রেসি অ্যান।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে। দুই দেশের নাগরিকেরা হাতে হাত রেখে নিরাপত্তা ও শান্তির লক্ষ্যে কাজ করছে।’
এ মহড়া প্রসঙ্গে ট্রেসি অ্যান জানান, ‘টাইগার লাইটনিং’ হচ্ছে ধারাবাহিক যৌথ মহড়ার অংশ। এরই মধ্যে ‘টাইগার শার্ক’ নামে স্পেশাল ফোর্স ও নৌবাহিনীর আরেকটি যৌথ মহড়া চলছে। বছরের শেষ দিকে বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ মহড়াও অনুষ্ঠিত হবে।
যৌথ মহড়ার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান ও প্যারা-কমান্ডো ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল হাসান।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিটের ১০০ জন ও যুক্তরাষ্ট্র নেভাদা ন্যাশনাল গার্ডের ৬৬ জন সদস্য অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।