
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জাতীয় ঐক্যের আড়ালে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, কেবল কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর দেবে, এটি জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হলো যেখানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে দেশের কল্যাণে কাজ করবে। শুধুমাত্র দলের বৈঠককে জাতীয় ঐক্য বলা যায় না।
তিনি আরও বলেন, বর্তমান আলোচনায় শ্রমিক ও স্বাস্থ্য খাতের বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়নি। শুধু নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ মানুষের কল্যাণ এবং গণতন্ত্রের উন্নয়ন দেখা যায়নি। এই পরিস্থিতিতে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের শ্রমিকরা সঠিক সুরক্ষা পাচ্ছেন না। কলকারখানায় দুর্ঘটনা ঘটছে, যেখানে শ্রমিকের জীবন অমূল্য হলেও তা আর্থিক দামে পরিমাপ করা হচ্ছে। অতীতে যেসব শক্তিশালী ও অপরাধী মাফিয়া ছিল, তাদের আইনের আওতায় আনা হয়নি। বরং তাদের ব্যবসা নিরাপদ রাখা হয়েছে। যারা দেশের অর্থনীতিকে সচল রাখছে, তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি।





























