
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জামায়াতসহ সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। সেই বিবেচনায় জামায়াতসহ সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে যৌথভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আগামীকাল জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, এনসিপি শুরু থেকেই এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করা হয় এবং দলীয় প্রস্তুতিও চলমান ছিল। পরবর্তীতে সংস্কার ইস্যুতে আরও দুটি দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একটি সংস্কার জোট গড়ে ওঠে এবং তখন তিন দল একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর নির্বাচনি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। এ অবস্থায় দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জোট আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, এই বৃহত্তর ঐক্যের লক্ষ্য একটাই—একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার রক্ষা করা।


























