আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) পর্যায়ের শিক্ষার্থীরা এবারও সরকারি বৃত্তি সুবিধা পাবেন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন করে কোটা ও টাকার পরিমাণ নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে সমান হারে বৃত্তি বণ্টন করতে হবে। স্নাতক (সম্মান) পর্যায়ে দেওয়া হবে ১৮টি মেধাবৃত্তি এবং ৩৭৫টি সাধারণ বৃত্তি। এর মধ্যে মেধাবৃত্তিতে মাসে ১,১২৫ টাকা ও বছরে অতিরিক্ত ১,৮০০ টাকা অনুদান দেওয়া হবে। সাধারণ বৃত্তির মাসিক হার নির্ধারণ হয়েছে ৪৫০ টাকা এবং বার্ষিক অনুদান ৯০০ টাকা। এসব বৃত্তি এক বছরের জন্য কার্যকর থাকবে।
অন্যদিকে স্নাতক (পাস) পর্যায়ে ৯টি মেধাবৃত্তি ও ৩০০টি সাধারণ বৃত্তি নির্ধারণ করা হয়েছে। মেধাবৃত্তির ক্ষেত্রে মাসিক ১,০৫০ টাকা এবং এককালীন ১,৮০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তিতে মাসে ৩৭৫ টাকা ও বছরে ৬০০ টাকা অনুদান মিলবে। এ বৃত্তির মেয়াদ দুই বছর।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের অনুপাতে বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে যোগ্য ছাত্রী না থাকলে সেই আসন ছাত্রদের দেওয়া হবে। বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে হবে এবং নিজ নামে অনলাইন সুবিধাযুক্ত ব্যাংক হিসাব থাকতে হবে।
আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে তা মাউশির মহাপরিচালকের দপ্তরে পাঠাতে হবে। পরে নির্ধারিত সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির নির্দেশও দেওয়া হয়েছে
cgt