
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বলেছেন, প্রচলিত নির্বাচন পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আগামীতে জনগণের মতের পূর্ণ প্রতিফলন ঘটাতে হলে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।
আব্দুর রহমান বলেন, অতীতের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে প্রচলিত নির্বাচনী পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য বা নিরপেক্ষ নয়। এ ব্যবস্থায় জনমতের প্রতিফলন ঘটে না, বরং প্রার্থীরা পেশীশক্তি ও অবৈধ প্রভাব খাটানোর সুযোগ পান। এতে মনোনয়ন বাণিজ্য বাড়ে এবং ভোটের সঠিক মূল্যায়ন হয় না। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় ক্ষমতাসীনরা স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পায়। তাই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে পিআর পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব জাতীয় জীবনের একটি বড় অর্জন। এটিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত করতে হবে।
সভাপতির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব বলেন, পিআর পদ্ধতি বিশ্বের বহু দেশে বিদ্যমান এবং এটি অধিক গ্রহণযোগ্য। তাই বাংলাদেশেও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ পদ্ধতি এখন সময়ের দাবি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, মেজর (অব.) ড. মোহাম্মদ ইউনুস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মাদ রুহুল আমিন, বাংলাদেশ ঐক্য পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও পেশাজীবী নেতৃবৃন্দ।




























