আওয়ার টাইমস নিউজ।
রহস্যময় বিশ্ব ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাগপুরে চাঞ্চল্যকর প্রতারণা কাণ্ডে ধরা পড়েছেন সামিরা ফাতিমা নামে এক নারী, যিনি পরপর আটটি বিয়ে করেছেন এবং নবম বিয়ের পরিকল্পনার মাঝেই পুলিশের জালে ধরা পড়েছেন।
পুলিশ জানিয়েছে, সামিরা মূলত উচ্চশিক্ষিত পরিচয় দেখিয়ে ধনী পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। বিয়ের পর সেই সম্পর্কই হতো ব্ল্যাকমেইলের অস্ত্র। বিভিন্ন স্বামীর কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নিয়েছেন তিনি।
সামিরার পেশাগত পরিচয় একজন শিক্ষিকা হলেও পুলিশ বলছে, তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারণার টার্গেট খুঁজতে তিনি বিয়ে বিষয়ক ওয়েবসাইট ও ফেসবুক ব্যবহার করতেন। একেকজনকে সন্তানের মা বা ডিভোর্সি পরিচয় দিয়ে সহানুভূতির ফাঁদে ফেলতেন।
এক পুলিশ কর্মকর্তা জানান, সামিরা তার প্রেমের ফাঁদে ফেলেছেন বহু শিক্ষিত ও বিত্তবান পুরুষকে। কোনো কোনো স্বামীকে হেনস্তা করে লাখ লাখ রুপি আদায় করেছেন তিনি। কারও কাছ থেকে ৫০ লাখ, কারও কাছ থেকে ১৫ লাখ রুপি হাতিয়ে নিয়েছেন সামিরা।
গত ১৫ বছর ধরে ভিন্ন ভিন্ন নামে এই প্রতারণা চালিয়ে আসছিলেন তিনি। আটটি বিয়েই ছিল একই ছকের-প্রেম, বিয়ে, বিশ্বাসভঙ্গ, ব্ল্যাকমেইল ও অর্থ হাতানো।
পুলিশ জানিয়েছে, নাগপুরে নতুন শিকার খুঁজতে গিয়ে তার ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। তদন্তকারীরা সামিরার আর্থিক লেনদেন, অতীত বিয়ের নথি ও পুরো গ্যাংয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
সূত্র: এনডিটিভি