আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ অতি শিগগিরই দলের নেতা-কর্মীদের সঙ্গে সামনাসামনি দেখা হবে। রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, পদ্মাসহ দেশের অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। শিল্প কারখানা স্থাপন করে যুবকদের কর্মসংস্থান এবং কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে ধ্বংসপ্রাপ্ত চিকিৎসা ও শিক্ষা খাত পুনর্গঠন, যুবকদের প্রশিক্ষণ দিয়ে বেকারত্ব দূর এবং দেশের অর্থনীতি পুনর্গঠনে কাজ করবে। স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করেছে, যা বিএনপি পুনর্গঠন করবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে।