আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল নর্দান টেরিটোরি স্ট্রাইকার্সকে ২২ রানে হারিয়েছে। প্রথম তিন ম্যাচে দুটিতে হেরে কোণঠাসা অবস্থায় থাকা সোহান–আফিফরা এই জয়ে সিরিজে টিকে থাকার পাশাপাশি আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে।
ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে নাঈম শেখ ও জিশান আলম। ঝোড়ো উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতে দল পায় ৫০ রান। নাঈম ১১ বলে ২৫ রান করেন। আফিফ হোসেন ৪০ বলে অপরাজিত ৪১, নুরুল হাসান সোহান ২৩ বলে ৩৫ এবং রাব্বি ১৩ বলে অপরাজিত ২২ রান করে দলকে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে সহায়তা করেন।
১৭৩ রানের লক্ষ্য তাড়ায় নর্দান টেরিটোরি শুরুতেই ধাক্কা খায়। হাসান মাহমুদ এবং রিপন মণ্ডলের আগুন ঝরা বোলিংয়ে ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। পরে কনর কেরল ও জর্ডান সিল্ক কিছুটা প্রতিরোধ গড়লেও ফিফটির দেখা পাননি কেউই। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫০ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
বাংলাদেশ ‘এ’ দলের শৃঙ্খলিত বোলিং এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার জয়ের ভিত্তি গড়ে দেয়। ম্যাচ শেষে ২২ রানের এই জয় শুধু সিরিজে টিকে থাকার লড়াই সহজ করেনি, বরং দলের মনোবলও বাড়িয়েছে।