আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার সকালে তিনি স্মৃতিসৌধে পৌঁছালে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন ভুটানের এই প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ৮টার দিকে তিনি তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে গার্ড অব অনারও প্রদান করা হয়।