আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে নির্ধারিত হয়।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ নামক এই মাটিতে যতদিন থাকবে দখলদারদের আগ্রাসন, ততদিন সার্বভৌম এ মাটির সন্তানরা লড়াই চালিয়ে যাবেন। হাদির ভাষায়, “ওরা একটি আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মাবে। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগান্তরে আজাদির সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই।”
তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য কোনো হুমকি থাকলেও তাদের কাজ ক্ষতিগ্রস্ত হবে না। মাতৃভূমি তিনি মদিনার মতো ভালোবাসেন এবং হন্তারকদের ষড়যন্ত্রে কখনো দমে যাবেন না।
হাদির শেষ বার্তায় ছিল, “মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে এসেছি। লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ।”