আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় নির্বাচন শেষে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সময়ে ইজতেমা আয়োজনে সরকারের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ইজতেমার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, সরকার চায় বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক যাতে দেশ-বিদেশ থেকে আগত লক্ষাধিক মুসল্লি নির্বিঘ্নে অংশ নিতে পারেন। এ জন্য প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার সব দিক থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন-গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
বৈঠক শেষে কর্মকর্তারা জানান, টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য ইজতেমার সুনির্দিষ্ট সময়সূচি আগামী বৈঠকে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।