
আওয়ার টাইমস নিউজ
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদলের তত্ত্বাবধানে দীর্ঘ কয়েক ঘণ্টার অস্ত্রোপচার শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চিকিৎসক সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে মোট ছয়টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে অন্তত তিনটি ছিল গুরুতর। সেই অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সকাল সাড়ে ৮টার পর থেকে সার্জারি শুরু হয়। অপারেশনে নেতৃত্ব দেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।
শল্যচিকিৎসা শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগামী ৭২ ঘণ্টা তার জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
এর আগের দিন, শুক্রবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল, পারিপার্শ্বিক স্বাস্থ্যঝুঁকির কারণে দলীয় আমিরের ওপেন হার্ট সার্জারি অত্যাবশ্যক হয়ে পড়েছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছিল।
সার্জারির আগে ও পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ তার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান। উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা, সাবেক সামরিক কর্মকর্তাসহ জামায়াত নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনেরা।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে।
cgt




























