আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দাবি করেছেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগকে 'মুদ্রার এপিঠ-ওপিঠ' হিসেবে দেখছেন।
শারমিন বলেন, জামায়াত যদি গণতন্ত্রের ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মনে করে, তাহলে সেটি ভুল বোঝাবুঝি। তিনি যুক্ত করেন, এই দল ক্ষমতায় গেলে আওয়ামী লীগের পাল্টা ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। বিদেশি ও অভ্যন্তরীণ শক্তি এ-দুই দলের প্রতিযোগিতাকে এমনভাবে দেখতে চায় যেন মনে হয়, বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ ইসলামিস্ট গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি, জামায়াত কখনও ক্ষমতায় যেতে আওয়ামী লীগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন জামায়াতের হাতে সেই হাতিয়ার 'আওয়ামী লীগ'কে নিজেদের সুবিধার্থে নিয়োজিত করার চেষ্টা। তার মতে, এনসিপি সেই পুরনো রাজনৈতিক কাঠামোর অংশ হতে রাজি নয়। শারমিন উল্লেখ করেন, আমরা নতুন জোট গঠন করব অথবা নির্বাচনে নিজেদের শক্তি যাচাই করব, কারণ আমাদের রাষ্ট্রকর্ম ও পরিকল্পনা আলাদা। জামায়াত অথবা আওয়ামী লীগের সঙ্গে আমরা কোনো রাজনৈতিক সমঝোতায় নেই।