আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা প্রত্যাশী রাজনৈতিক জোটের নেতারা জরুরি বৈঠকে বসেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া এই বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত দলগুলোর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া হয়নি।
তবে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা উপস্থিত নেই বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক আবদুল হাফিজ খসরু।
এরই মধ্যে বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ একাধিক শীর্ষ নেতা বৈঠকে অংশ নিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা ও জোটগত কৌশল নির্ধারণের বিষয়টি এই বৈঠকের মূল আলোচ্য হতে পারে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতি জোটের ভেতরের সমঝোতা নিয়ে নতুন প্রশ্নও তৈরি করেছে।
বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য এলে রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী দিকনির্দেশনা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।