আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে সব বন্দি মুক্ত হওয়ার পর ইসরায়েল নতুন করে হামলা শুরু করবে না। তিনি এই আশ্বাস দিয়েছেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়।
ট্রাম্প বলেন, যদি চুক্তি সফলভাবে সম্পন্ন হয় এবং সব শর্ত পূরণ করা হয়, আমরা নিশ্চিত করব যে পরিস্থিতি শান্তিতে ফিরে আসে। তিনি উল্লেখ করেন, চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক সমর্থন থাকবে যাতে সব পক্ষ চুক্তি মেনে চলে।
এই উত্তরে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যস্থতাকারী দেশগুলো, যেমন কাতার ও মিশর সবার সাথে আলোচনা করছে যাতে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি স্থায়ী স্বরূপ হয়। বিশ্লেষকরা বলছেন, যদিও এই আশ্বাসে শান্তির সম্ভাবনা বাড়ছে, চুক্তির সব ধাপ বাস্তবায়ন না হলে দফায় দফায় ভাঙ্গন হতে পারে।
গাজা ও পশ্চিম তীরের মানবিক অবস্থা গুরুতর। খাদ্য ও ওষুধের ঘাটতি, অব্যাহত সংঘর্ষের ধ্বংসবিস্তার এমনকি অবরোধ হয়ে পড়েছে একটি বড় চ্যালেঞ্জ। অনেক আন্তর্জাতিক সংস্থা বলছে, বন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতির ক্ষেত্রে দরকার কড়া তত্ত্বাবধান এবং দাবি অনুযায়ী নিশ্চয়তা।
সূত্র: Reuters